মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও একাধিক স্কলারশিপ দিয়ে থাকেন। এতে মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার পথে অর্থের বাধা কেটে যায়। অনেকেই জানে না টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ ২০২৫ এর কথা। এই স্কলারশিপটিতে মাধ্যমিক পাশের পরই ছাত্র- ছাত্রীরা আবেদন করতে পারে। এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত পড়ুয়ারা ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন পদ্ধতি ইত্যাদি প্রতিবেদনে জানিয়ে দেওয়া হলো।
এই স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে?
১। যে সকল ছাত্র-ছাত্রীরা ভারতের কোনও স্কুলে ক্লাস ১১ অথবা ১২ এ পড়ছে , তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
২। এক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ মাধ্যমিকে অবশ্যই ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩। যারা আবেদন করবেন , সেই সকল ছাত্র-ছাত্রীদের বার্ষিক পারিবারিক ইনকাম ২.৫ লাখ টাকার কাছাকাছি হতে হবে।
স্কলারশিপের পরিমাণ- এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা ১০ হাজার টাকা পেয়ে থাকে।
প্রয়োজনীয় নথিপত্র: এই স্কলারশিপে আবেদন করবার জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হল-
১) আধার কার্ড
২) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
৩) পারিবারিক আয়ের শংসাপত্র
৪) স্কুলে ভর্তি হওয়ার রিসিপ্ট
৫) ব্যাঙ্কের ডিটেলস
৬) লাস্ট পরীক্ষার মার্কশীট
৭) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
৮) শারীরিক অক্ষমতা সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
টাটা স্টিল সিলভার জুবিলী স্কলারশিপ ২০২৫, পাবেন বার্ষিক ৫০ হাজার টাকা
আবেদন পদ্ধতি- প্রথমে ‘এপ্লাই নাউ ’ বটনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার আইডি দিতে হবে এরপর ‘টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ স্টুডেন্টস 2024-25’ এর ‘স্টার্ট এপ্লিকেশন’ এ ক্লিক করতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট সেখানে আপলোড করে ‘ট্রামস অ্যান্ড কন্ডিশন’কে একসেপ্ট করে প্রিভিউ বটনে ক্লিক করতে হবে এরপর যাবতীয় প্রদত্ত তথ্য একবার দেখে নিয়ে, সাবমিট বটনে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ জানুয়ারি ২০২৫ হল আবেদন করার শেষ তারিখ।