টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) সংস্থার পক্ষ থেকে প্রচুর শূন্যপদে ফ্রেশার্সদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থার সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের বিটেক, বিই, এমসিএ, এমটেক সহ বিভিন্ন টেকনিক্যাল বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ১০ এপ্রিল তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করা হবে আগামী ২৬ এপ্রিল, ২০২৪ তারিখে। উল্লেখ্য সংশ্লিষ্ট পরীক্ষার তারিখে বেশ কিছু রাজ্যের বিভিন্ন অংশে লোকসভা ভোট থাকার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।
২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য ঠিক কতজন ফ্রেশার্স ক্যান্ডিডেটকে চাকরি দেয়া হবে সে বিষয়ে কোন স্পষ্ট সংখ্যা জানায়নি এই তথ্যপ্রযুক্তি সংস্থা। সংস্থার শীর্ষ মহলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যত পরিমাণ অফার লেটার চাকরিপ্রার্থীদের কাছে চলতি বছরে পাঠানো হবে সেই সংখ্যাটা যথেষ্ট বড়। উল্লেখ্য, গত অর্থবর্ষে প্রায় ৪০ হাজার পড়ুয়াকে নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারতের বৃহত্তম এই তথ্যপ্রযুক্তি সংস্থা। চলতি অর্থ বর্ষে এই সংখ্যা বাড়বে বলে অনুমান করছে সংশ্লিষ্ট মহল।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
গত ডিসেম্বরে টিসিএস -এর প্রধান হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাককার জানিয়েছিলেন, আগামী বছরের (২০২৪-২৫) ক্যাম্পাসিং এর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন চাকরিপ্রার্থীদের জন্য তিনটি ক্যাটাগরিতে স্যালারি প্যাকেজ দেওয়া হবে। প্রথমটি হল নিনজা ক্যাটাগরি, এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ ৩.৩৬ লাখ টাকা। দ্বিতীয়টি হল ডিজিটাল ক্যাটাগরি, এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ ৭ লাখ টাকা এবং তৃতীয়টি হল প্রাইম ক্যাটাগরি, এখানে প্রার্থীদের স্যালারি প্যাকেজ হল ১১.৫ লাখ টাকা।
চাকরির খবরঃ AIIMS -এ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ