রাজ্যের শিক্ষক বদলি প্রসঙ্গে এবার কড়া সিদ্ধান্ত নিল হাইকোর্ট। এদিন শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন সময়ে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিলেন, শিক্ষক বদলির ক্ষেত্রে ‘প্রশাসনিক বদল’ সংক্রান্ত গাইডলাইন মেনে চলা হবে। যার দ্বারা প্রয়োজন সাপেক্ষে যে কোনোও শিক্ষককেই যে কোনোও জায়গায় বদলি করতে পারবে শিক্ষা দফতর।
সাধারণত বর্তমানে ‘উৎসশ্রী’ নামক পোর্টালের মাধ্যমে রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা অন্যত্র বদলির আবেদন করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় কলকাতা ও শহরতলির দিকে বদলি চান শিক্ষক-শিক্ষিকারা। এর ফলে গ্রামের দিকের বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব ভয়ানক আকার ধারণ করছে। যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপরেও। এই পরিস্থিতির প্রতিকার করতে এদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি বসু।
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
তিনি জানান এবার থেকে শিক্ষা দফতর যে কোনোও শিক্ষককে যে কোনোও স্থানে প্রয়োজন অনুসারে বদলি করতে পারবে। অর্থাৎ কোনোও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার অভাব পরিলক্ষিত হলে সেখানে বদলি করার সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর। আর শিক্ষা দফতরের নির্দেশ পাওয়ার সাত দিনের মধ্যে তা পালন করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।
চাকরির খবরঃ রাজ্যে LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ
রাজ্যের বহু বিদ্যালয় বর্তমানে শিক্ষক অভাবে জর্জরিত। ঘাটতি হচ্ছে পঠনপাঠনেও। তবে এবার সংশ্লিষ্ট বিষয়টিতে আইন করে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে এবার থেকে রাজ্যের শিক্ষা দফতর প্রয়োজন অনুসারে বদলি করতে পারবে শিক্ষক-শিক্ষিকাদের। আর শিক্ষা দফতরের নির্দেশ না মানলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।