দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটলো জট। ২০১৪ সালের ‘৮২’ পাওয়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন অফিসিয়াল ওয়েবসাইট মারফত প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি। পর্ষদ জানিয়েছে, ২০১৪ প্রাইমারি টেট পরীক্ষায় ‘৮২’ পাওয়া প্রার্থীরা এবার প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
পর্ষদের তরফে জানানো হয়েছে, এই সকল প্রার্থীরা প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে এদিন ২০ মার্চ থেকে আগামী ২৪ মার্চ (২০/০৩/২০২৩ – ২৪/৩/২০২৩) পর্যন্ত। সেক্ষেত্রে পর্ষদের ওয়েবসাইট (www.wbbpe.org) ও (wbbprimaryeducation.org) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
চাকরির খবরঃ রাজ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের টেট পরীক্ষায় ‘৮২’ পাওয়া প্রার্থীদের উত্তীর্ণ হওয়া নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ২০১৪ সালের সংরক্ষিত শ্রেণীর টেট প্রার্থীরা ‘৮২’ পেলে তাঁদের উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। আর এবার এই সকল প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হলো পর্ষদের তরফে।