বন্ধন স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার প্রাইমারি টিচার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- PGT/ PRT
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Post Graduate/ Graduate সহ B.ed করা থাকতে হবে।
পদের নাম- Pre Primary Teacher
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate পাশ সহ NTT/ B.Ed/ DL.Ed করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
পদের নাম- Principal
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Post Graduate সহ শিক্ষক পদে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ৫ বছর CBSE Administration পদে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে JPEG Format -এ recruitment@thebandhanschool.org -তে ইমেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩০ জানুয়ারি, ২০২৩
নিয়োগ স্থান- Aranghata, Taldi, Baruipur, Chakdaha (New Cumpus)
Note: এই প্রতিবেদনটি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্যের ভিত্তিতে তুলে ধরা হলো।
Official Notification: Download Now