ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা -তে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ছাড়া অন্যান্য সমস্ত তথ্য জানতে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। অনেক বেশি সংখ্যক শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ICAR Hqrs.)
মোট শূন্যপদ- ৭১ টি। (UR- ৪৪টি,OBC- ১৬টি,EWS- ৩টি,SC- ৭টি,ST- ১টি)
শিক্ষকতা যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।
বয়স- ০১/০৬/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেবেল ৭ অনুযায়ী প্রতি মাসে ৪৪,৯০০ টাকা।
চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ICAR Institutes)
মোট শূন্যপদ- ৩৯১ টি। (UR- ২৩৫টি,OBC- ৭৯টি,EWS- ২৩টি,SC- ৪১টি,ST- ১৩টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।
বয়স- ০১/০৬/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেবেল ৬ অনুযায়ী প্রতি মাসে ৩৫,৪০০ টাকা।
চাকরির খবরঃ কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২২
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১ লা জুন, ২০২২ পর্যন্ত।
Official Notice: Download Now
Apply Now: Registration | Login
Daily Job Update: Click Here