আর মাত্র পাঁচ দিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এই চূড়ান্ত মুহূর্তেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সংকটের মুখে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড বিতরণ হয়ে গিয়েছে। অথচ অ্যাডমিট কার্ডের তালিকায় নাম আসেনি একাধিক ছাত্র-ছাত্রীর। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় বিভ্রান্ত ছাত্র-ছাত্রীরা। তাহলে কি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় গোলযোগ করতে চলেছে? যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এডমিট কার্ড পেলেন না, তারা কি বসতে পারবেন না পরীক্ষায়? এমন ঘটনা কেন ঘটলো? এই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই পড়বেন সম্পূর্ণ প্রতিবেদনটি।
পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষাও বটে। তবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার আগেই একাধিক ছাত্র ছাত্রীর এডমিট কার্ড নিয়ে গোলযোগ তৈরি হয়েছে। আসলে এই বছরে প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হয়েছে ছাত্র-ছাত্রীদের। এই কারণে অনলাইনে এনরোলমেন্টের সময় বেশ কিছু ভুলভ্রান্তির কারণে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড পাঠানো হয়নি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ইতিহাসে ভয়? ৮ নম্বরের এই প্রশ্নগুলি পড়ে গেলেই পরীক্ষায় বাজিমাত
পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন থেকে ৭০ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন সংকটের মুখে। আবেদনপত্র পূরণ করতে যে ভুল হয়েছে, সেই ভুল শোধরানোর জন্য ডিরোজিও ভবনের দ্বারস্থ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা। ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও গত মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এডমিট কার্ডে নানারকম ভুল রয়েছে। এর পাশাপাশি ৫০ জন থেকে ৭০ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসেনি বলে খবর।
কী জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ?
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে এর আগেও ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে এনরোলমেন্ট করার জন্য দুই থেকে তিনবার এনরোলমেন্ট পোর্টাল চালু রাখা হয়েছিল। এই ক্ষেত্রে বিদ্যালয়ের গাফিলতির দিকে আঙ্গুল তুলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে তাদের ভুল সংশোধনের জন্য কোন রকম চেষ্টা করা হয়নি। যার কারণেই এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৫ বাংলা প্রবন্ধ রচনা নিয়ে ভয়? রইলো অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকাদের সাজেশন
এর পরিণতি কী হতে চলেছে?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড আসেনি, তারা আর কোনভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এই সমস্ত ছাত্র-ছাত্রীদের পরবর্তী বছরে পুনরায় সঠিকভাবে এনরোলমেন্ট করে পরীক্ষা দিতে হবে। তবে এই বছরটা তাদের জন্য একেবারেই নষ্ট হল। এই কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।