সম্প্রতি কয়েক দিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল গুজরাটের ভারুচের জেলাশাসক তুষার ডি সুমেরা, নিজের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশীট টুইটারে শেয়ার করেছেন তিনি নিজেই।
যেখানে মার্কশীটে ১০০ -এর মধ্যে ইংরেজিতে ৩৫, অংকে ৩৬ ও বিজ্ঞানে ৩৮ নম্বর পেয়ে কোনো রকমে পাশ করেছিলেন দশম শ্রেণীতে। বিভিন্ন রাজ্যের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগেই ছাত্র- ছাত্রীদের উৎসাহিত করতে নিজের দশম শ্রেণির মার্কশীট টুইটারে শেয়ার করেছেন তুষার বাবু।
মাধ্যমিক পরীক্ষায় টেনেটুনে পাশ করেও ২০১২ সালে IAS অফিসার হন। বর্তমানে তুষার সুমেরা গুজরাট রাজ্যের ভারুচের জেলা শাসক হিসেবে নিযুক্ত রয়েছেন। সম্প্রতি ছত্তিশগড় ক্যাডারের আইএএস অফিসার অবনীশ শরণ তুষারের মাধ্যমিক মার্কশিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন ক্লাস টেনে কোনরকম পাশ মার্ক পেয়ে টেনেটুনে পাস করেছিলেন তুষার। যেখানে স্কুলের শিক্ষক- শিক্ষাকা, গোটা গ্রামের লোক এমনকি পরিবারের লোকজনও বলেই দিয়েছিল ওর দ্বারা কিছু হবে না।
भरूच के कलेक्टर तुषार सुमेरा ने अपनी दसवीं की मार्कशीट शेयर करते हुए लिखा है कि उन्हें दसवीं में सिर्फ पासिंग मार्क्स आए थे.
उनके 100 में अंग्रेजी में 35, गणित में 36 और विज्ञान में 38 नंबर आए थे. ना सिर्फ पूरे गांव में बल्कि उस स्कूल में यह कहा गया कि यह कुछ नहीं कर सकते. pic.twitter.com/uzjKtcU02I
— Awanish Sharan (@AwanishSharan) June 11, 2022
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
কিন্তু সব আশঙ্কাই মিথ্যে হয়েছিল। তুষার বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে জীবনের গতিপথ নির্ধারিত হয় না। ২০১২ সালে IAS অফিসার হন তুষার ডি সুমেরা। তিনি আর্টস নিয়ে পড়াশোনা করে স্নাতক পাশ করেন। এমনকি UPSC পরীক্ষায় পাশ করার আগেই স্কুল শিক্ষকতার কাজ করেছেন তুষার।
সব মিলিয়ে তুষারের এই মার্কসিট স্কুল ছাত্র-ছাত্রীদের কাছে বিরাট অনুপ্রেরণা। মাধ্যমিক পরীক্ষায় এত কম নম্বর পেয়েও নিজের মেধা ও অধ্যাবসায় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তুষার। শুধু তুষারই নয়, যেকোনো পড়ুয়ার ক্ষেত্রে এটি কার্যকরী হতে পারে।