UGC NET 2023: সম্প্রতি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের তরফে জুন মাসের নেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ট্যুইট করে দিনক্ষণ ঘোষণা করেছেন ইউজিসি-এর সভাপতি এম জগদেশ কুমার। তিনি জানিয়েছেন, জুনের ইউজিসি নেট পরীক্ষা শুরু হবে আগামী ১৩ই জুন থেকে চলবে ২২শে জুন পর্যন্ত।
UGC NET 2023 Exam Date
প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। সম্প্রতি জুনের নেট পরীক্ষার দিনক্ষণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তির আকারে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ পেলে পরীক্ষার্থীরা ইউজিসি নেট-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://ugcnet.nta.nic.in/) -এ গিয়ে তা দেখতে পারবেন।
আরও পড়ুনঃ জানুয়ারি মাসের সমস্ত চাকরির খবর দেখুন
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে একটি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা এই ‘নেট’। আসছে ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে শুরু হবে ২০২২-এর ইউজিসি নেট পরীক্ষা। চলবে ১০ মার্চ পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে পরীক্ষার আবেদন গ্রহণ। ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী ১৭ই জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।