ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) এর তরফে ঘোষণা করা হলো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতকোত্তর (CUET PG) পরীক্ষার দিনক্ষণ। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারপার্সন এম জগদীশ কুমার পরীক্ষার তারিখ জানিয়ে দিয়েছেন। তিনি জানান, চলতি বছরের CUET PG 2023 পরীক্ষা শুরু হতে চলেছে জুনের ৫ তারিখ থেকে।
পরীক্ষা শুরু হবে আগামী ৫ই জুন থেকে চলবে ১২ই জুন ২০২৩ পর্যন্ত। জুন মাসের ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং ১২ তারিখ পরীক্ষা থাকবে। আগ্রহী প্রার্থীরা পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন। পরীক্ষার অ্যাপ্লিকেশন জমা করা যাবে আগামী ৫ই মে (৯:৩০) পর্যন্ত। প্রার্থীরা (cuet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার আবেদনপত্র জমা করতে পারবেন।
আরও পড়ুনঃ UPSC CMS: কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষার আবেদন পদ্ধতি জেনে নিন
প্রসঙ্গত, স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে CUET PG পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। সূত্রের খবর, প্রায় ১৮০ টি বিশ্ববিদ্যালয় এবছর CUET PG পরীক্ষায় অংশ নেবে। যার মধ্যে ৩৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৪০টি স্টেট ইউনিভার্সিটি, ১০টি সরকারি ইন্সটিটিউট ও ৮৯টি ডিমড ও প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে NTA এর ওয়েবসাইট ও পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।