জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০- এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল দুই ডিগ্রি কোর্স। অর্থাৎ ইউজিসি জানিয়েছিল, শিক্ষার্থীরা তাঁদের আগ্রহের ভিত্তিতে একসঙ্গে দুটি ডিগ্রি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। সম্প্রতি ইউজিসির তরফে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি হয়েছে। সেখানে শিক্ষার্থীদের দুটি ডিগ্রির কোর্সে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকটি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষা নীতি অনুসারে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) জানায়, ইচ্ছুক শিক্ষার্থীরা একসঙ্গে দুটি ডিগ্রি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে গত বছর এপ্রিল মাসে একসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণের ছাড়পত্র দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ঘোষণার পর বহু শিক্ষার্থী একসঙ্গে দুটি কোর্সে ভর্তির জন্য আবেদন করেন। তবে সেখানেই সৃষ্টি হয় সমস্যা। শিক্ষার্থীদের দাবি, দ্বিতীয় কোর্সে ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাঁদের কাছে আগের কোর্স/প্রতিষ্ঠানের মাইগ্রেশন সার্টিফিকেট, স্কুল ছাড়ার শংসাপত্র চায়। ফলে সংশ্লিষ্ট নথির অভাবজনিত কারণে পছন্দের কোর্সে ভর্তি হতে সমস্যায় পড়েন তাঁরা।
চাকরির খবরঃ Kolkata Job Fair 2023
সম্প্রতি এ সমস্যার সমাধানে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্য একটি নির্দেশিকা জারি করেছে যেখানে শিক্ষার্থীদের স্বার্থ যাতে যথাযথভাবে রক্ষা হয় সাথে তাঁদের সমস্যার সমাধান হয় সেদিকে লক্ষ্য রেখেই উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
সংশ্লিষ্ট নির্দেশিকায় ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশ্যে জানিয়েছে, এমন একটি পদ্ধতি তৈরি করা হোক যার মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে দুটি ডিগ্রির কোর্সে কোনওরকম অসুবিধা ছাড়াই অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে এই পদ্ধতি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে ইউনিভার্সিটিগুলিকে।