দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফে প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET) জুন ২০২৩-এর পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি। যে সমস্ত পরীক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁরা (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার দিনক্ষণ দেখে আসতে পারেন।
এনটিএ-এর তরফে জানানো হচ্ছে, ইউজিসি নেট জুন ২০২৩-এর পরীক্ষা শুরু হচ্ছে জুনের ১৩ তারিখ থেকে চলবে ২২ তারিখ পর্যন্ত। এর মধ্যে প্রথম পর্যায়টি (Phase-I) আয়োজিত হবে ১৩ থেকে ১৭ জুন। আর দ্বিতীয় পর্যায়ের (Phase-II) পরীক্ষা হবে জুনের ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে দুটি শিফটে। কম্পিউটার ভিত্তিক বা সিবিটি মোডেUGC NET JUNE 2023: ইউজিসি নেটের পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি প্রকাশ করেছে এনটিএ! একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা হবে পরীক্ষা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এক্সাম সিটি স্লিপ। শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
আরও পড়ুনঃ তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স
প্রসঙ্গত, গত ১০ মে থেকে ইউজিসি নেট পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করে এনটিএ। আবেদন প্রক্রিয়া চলে মে মাসের ৩১ তারিখ অবধি। জুনের ২ ও ৩ তারিখ কারেকশন উইন্ডো ওপেন করেছিল সংস্থা। উল্লেখ্য, ইউজিসি নেট পরীক্ষাটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রতিবার এই পরীক্ষায় বসেন বহু সংখ্যক পরীক্ষার্থী। যে সকল প্রার্থীরা এবছর পরীক্ষায় বসবেন তাঁদের সকলের জন্য রইল শুভকামনা।
Official Notification: Download Now