শিক্ষার খবর

PhD করার জন্য লাগবে না মাস্টার্স ডিগ্রি, স্নাতকের পরেই পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা

Advertisement

সম্প্রতি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এবার থেকে চার বছরের স্নাতক ডিগ্রি লাভ করার পরে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আলাদা করে প্রয়োজন হবে না মাস্টার্স ডিগ্রির। কিছুদিন আগেই স্নাতক স্তরের পড়াশোনার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে ইউজিসি। সেখানেই জানানো হয়েছে চার বছরের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন পিএইচডির জন্য।

বর্তমানে তিন বছরের স্নাতক স্তরের পড়াশোনার পরেই অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন শিক্ষার্থীরা। কিন্তু সম্প্রতি প্রকাশিত ইউজিসির নির্দেশিকা অনুসারে স্নাতক স্তরের পড়াশোনার জন্য চার বছরের সময়সীমা ধার্য করার কথা বলা হয়েছে। এখানে চার বছরের পঠনপাঠনের পর স্নাতক ডিগ্রি লাভ করবেন শিক্ষার্থীরা। এরপর পিএইচডির জন্য আবেদন করতে পারবেন তাঁরা। অতএব বাধ্যতামূলক থাকছে না মাস্টার্স ডিগ্রি। ইউজিসি জানিয়েছে চার বছরের এই স্নাতক কোর্সে মাস্টার্স না পড়েই পিএইচডির সুযোগ পাবেন পড়ুয়ারা।

FB Join

আরও পড়ুনঃ সিবিআই জেরার মুখে নবম-দশমের ২১ জন শিক্ষক

তবে সূত্রের খবর, স্নাতক স্তরের পড়াশোনায় চার বছরের পঠনপাঠনকে বাস্তবায়িত করতে তৎপর ইউজিসি। তবে যতদিন না সম্পূর্ণভাবে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে ততদিন বর্তমান থাকছে তিন বছরের স্নাতক কোর্সের পড়াশোনা। একইসাথে ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, স্নাতক স্তরের পড়াশোনা তিন বছর হবে নাকি চার বছর তার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির ওপর।

Related Articles