শিক্ষার খবর

UGC: শিক্ষাক্ষেত্রে চালু হতে চলেছে নতুন দুটি পোর্টাল! জানিয়ে দিল ইউজিসি

Advertisement

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতির স্বার্থে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কে মাথায় রেখে শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন আনার পথে হাঁটছে দেশ। এর আগেও বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার শিক্ষাক্ষেত্রে দুটি নতুন পোর্টাল চালুর ঘোষণা করলেন।

সংবাদমাধ্যমের কাছে ইউজিসি চেয়ারম্যান জানান, নয়া শিক্ষানীতির বাস্তবায়নের ক্ষেত্রে নানাভাবে কাজে আসবে এই পোর্টাল দুটি। সংশ্লিষ্ট পোর্টাল দুটির নাম ‘উৎসাহ’ এবং ‘প্রফেসর অব প্র্যাকটিস পোর্টাল’। সকলের সুবিধার্থে পোর্টালটির হোমপেজে থাকবে দুটি বিভাগ। এছাড়া ইউজিসির তরফে প্রকাশিত নানান বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সেখান থেকে দেখতে পাবেন পড়ুয়া ও প্রফেসররা।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্টাফ নিয়োগ

এম জগদীশ কুমার জানিয়েছেন, ইউজিসি ব্যুরো ও অধিকারিকদের নম্বর পাওয়া যাবে এই পোর্টাল থেকে। এছাড়া ইউজিসির নানান ডিজিটাল উদ্যোগ সম্বন্ধে জানা যাবে। এছাড়া শিক্ষাক্ষেত্র সম্বন্ধীয় প্রয়োজনীয় তথ্যগুলি জানতে পারবেন পড়ুয়ারা। সর্বোপরি এই পোর্টালটি খুব সহজেই ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। অতএব মনে করা হচ্ছে, উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এই পোর্টাল।

UGC

Related Articles