শিক্ষার খবর

UNESCO | রাজ্যের শিক্ষায় যুক্ত হতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালো ইউনেস্কো!

Advertisement

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চাইছে ইউনেস্কো! আর এ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ইউনেস্কোর অধীনে থাকা ‘ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং’ এর আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ইউনেস্কোর সংস্থার সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, ইউনেস্কোর এই সংস্থা বিভিন্ন দেশের শিক্ষার প্রসারে কাজ করে থাকে। এছাড়া শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের প্রয়োজন, সুপারিশ ও পরামর্শর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সংস্থা। বলাইবাহুল্য পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বেশ কিছু প্রকল্প চালু করেছে বর্তমান সরকার। এছাড়া ‘কন্যাশ্রী’ প্রকল্প সহ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রশংসিত হয়েছে এর আগে। সূত্রের খবর, ইউনেস্কোর এই সংস্থা রাজ্যের সামাজিক প্রকল্পগুলিকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে। আর বিশেষত এ কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জানা যাচ্ছে, রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থার সাথেই যুক্ত হতে চাইছে ইউনেস্কোর এই সংস্থা।

চাকরির খবরঃ রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ

join Telegram

জানা যাচ্ছে, ইউনেস্কোর চিঠি পাওয়ার পর শীর্ষ আধিকারিকদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহে বৈঠকের সিদ্ধান্ত হলে সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কান্ডে কার্যত অস্বস্তিতে রাজ্য। আর এ পরিস্থিতিতে রাজ্যের শিক্ষায় ইউনেস্কোর যুক্ত হওয়ার বার্তায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজ্যের জন্য।

FB Join

Related Articles