ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। Union Bank -এর নিয়োগ সংক্রান্ত রইলো বিস্তারিত।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি
পদের নাম- সিনিয়র ম্যানেজার (Risk)
স্কেল/ গ্রেড- MMGS -III
শূন্যপদ- ৬০ টি।
বয়স- ০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি/ ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 63840-1990/5- 73790- 2220/2-78230
চাকরির খবরঃ আগস্ট মাসের সমস্ত চাকরির খবর
পদের নাম- ম্যানেজার (RISK)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি/ ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ B.E/ B. Tech
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানাজার (আর্কিটেক্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি। সংশ্লিষ্ট ফিল্ডে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
চাকরির খবরঃ রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পে চাকরি
পদের নাম- ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech. সংশ্লিষ্ট ফিল্ডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানাজার (প্রিন্টিং টেকনোলজিস্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকেঅন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ প্রিন্টিং টেকনোলজি তে B.E/B Tech সঙ্গে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানাজার (Forex)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনে স্নাতক এবং MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানেজার (চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট)
স্কেল/ গ্রেড- MMGS – II
শূন্যপদ- ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- Chartered Accountant -এ ডিগ্রী সঙ্গে ব্যাংক/ NBFC/ FIs/ ক্রেডিট রেটিং এজেন্সি তে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
চাকরির খবরঃ ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রূপ-সি কর্মী নিয়োগ
বয়স- সিনিয়র ম্যানেজার পদটি ছাড়া উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০৮/২০২১ তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
পদের নাম- ম্যানাজার (টেকনিক্যাল অফিসার)
স্কেল/ গ্রেড- JMGS – I
শূন্যপদ- ২৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং-এ (সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ প্রোডাকশন/ মেটালার্জি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সাইন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ টেক্সটাইল/ কেমিক্যাল ইত্যাদিতে ডিগ্রী।
বয়স- প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
বেতন- 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex)
স্কেল/ গ্রেড- JMGS – I
শূন্যপদ- ১২০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারত সরকার অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনে স্নাতক এবং MBA/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM.
বয়স- প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
বেতন- 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840
আবেদন পদ্ধতি- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন www.unionbankofindia.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে। ‘www.unionbankofindia.co.in’ > “Recruitments” > “Careers Overview”
আবেদন ফি- অসংরক্ষিত (GEN, EWS & OBC) প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০ টাকা এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। প্রার্থীরা Debit Card/ Credit Card/ Internet Banking/ IMPS/ UPI বা মোবাইল ওয়ালেট -এর আবেদন ফি জমা দিতে পারবেন।
নির্বাচন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে। মোট নম্বর থাকবে ২০০, MCQ টাইপ প্রশ্ন হবে, ২০০ টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ২ ঘন্টা। পরীক্ষাতে নেগেটিভ মার্ক থাকবে। পার্সোনাল ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন থাকবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ- ০৯/১০/২০২১
পরীক্ষার কেন্দ্র- দিল্লি, চন্ডিগড়, লখনৌ, কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, আমেদাবাদ।
Official Notice: Download Now
Application Form: Click Here
Apply Now: Click Here