সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) র তরফে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেশ কিছু পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে কমিশন। জানা যাচ্ছে, প্রায় ৪৫টি শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। আবেদন জানানোর সময়সীমা ১১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ইউপিএসসির ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
আবেদন জানাবেন কিভাবে?
১) আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (upsc.gov.in) এ যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত ‘রিক্রুটমেন্ট’ বিভাগে ক্লিক করতে হবে।
৩) এরপর সেখানে নিয়োগের বিজ্ঞপ্তিটিতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৪) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।
৫) এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে রেখে দিতে পারেন প্রার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, জয়েন্ট ডিরেক্টর, হর্টিকালচার স্পেশালিস্ট, অ্যাসিস্টেন্ট হর্টিকালচার স্পেশালিস্ট, ইকোনমিক অফিসার, মার্কেটিং অফিসার, সিনিয়র ডিজাইনিং অফিসার, ডেপুটি ডিরেক্টর অফ মাইনস সেফটি (মাইনিং) সহ বেশ কিছু পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস সহ উপস্থিত থাকতে হবে প্রার্থীদের। প্রতিটি পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।