চাকরির খবর

রাজ্যের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নিয়োগ, আবেদন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত

Advertisement

রাজ্যের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 137/R-2023
পদের নাম– Assistant Professor, Guest Faculty
মোট শূন্যপদ- ৯ টি।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলো হলো- Food Technology-2, Geology-2, Management-1, Pharmaceutical Technology -1, Bioinformatics-1, and Tea Science-2

শিক্ষাগত যোগ্যতা- অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উপরে উল্লেখিত পদগুলি ক্ষেত্রে Master Degree/ CA, ICWA/ M.Pharm/ M.Sc, PhD করে থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.nbu.ac.in -এ গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ১২,০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles