কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় থাকলে সফলতা আসতে বাধ্য। একথা ফের একবার প্রমাণ করলেন উত্তরপ্রদেশের অনুষ্কা। সম্প্রতি উত্তরপ্রদেশের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর সেখানেই ৯৭.১৭ শতাংশ নম্বর পেয়ে গোটা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন অনুষ্কা প্যাটেল।
উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারের মেয়ে অনুষ্কা। ইউপির বারাবাঙ্কি জেলার শ্রী সাই ইন্টার কলেজের ছাত্রী তিনি। মেধাবি ছাত্রী অনুষ্কা পরীক্ষায় মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫৮৩ নম্বর। দুর্দান্ত রেজাল্ট করে আগামী দিনে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চান অনুষ্কা। ইচ্ছে, ভবিষ্যতে ডাক্তার হওয়ার। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।
আরও পড়ুনঃ আটটি সরকারি চাকরি পেয়ে দৃষ্টান্ত গড়লেন কৃষক পরিবারের মেয়ে
অনুষ্কার বাবা রাজেশ কুমার পেশায় কৃষক। মা শৈলেন্দ্রী ভার্মা গৃহবধূ। ছোটো থেকেই অভাব অনটনের মাঝে বড়ো হয়েছেন অনুষ্কা। তবে পড়াশোনায় মনোযোগ ছিল সব সময়। বোর্ড পরীক্ষার আগে দিনরাত এক করে পড়াশোনা করেছেন। পারিবারিক স্বল্প আয়ের ফলে সবরকম সুযোগ সুবিধা মেয়েকে দিতে পারেননি তাঁর মা বাবা। তবে দারিদ্র্যতা থাকলেও দুচোখে রাশি রাশি স্বপ্ন নিয়ে এগিয়ে চলতে চান অনুষ্কা। তাঁর স্বপ্নের পথে পাশে থাকবেন তাঁর মা, বাবা। পরিবার, স্কুল তো বটেই এখন গোটা জেলার গর্ব অনুষ্কা প্যাটেল।