চাকরির খবর

উত্তপ্ত তিলোত্তমায় পুলিশ – চাকরিপ্রার্থী সংঘর্ষে রণক্ষেত্র করুণাময়ী

Advertisement

উত্তপ্ত তিলোত্তমায় পুলিশ – চাকরিপ্রার্থী সংঘর্ষে রণক্ষেত্র করুণাময়ী, সোমবার ছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান। করুণাময়ী ও সেক্টর ফাইভ এই দুই জায়গা থেকে মিছিল শুরু হয়। চাকরিপ্রার্থীদের মিছিলকে আটকায় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় একের পর এক আপার প্রাইমারি চাকরিপ্রার্থীকে।

সোমবার, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে একজোট হন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। কথা ছিল এসএসসি ভবন অভিযানের। বিক্ষোভে অংশ নেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী। দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান ওঠে মিছিলে। এরপরই আসরে নামে পুলিশ। বাধা দিতে যায় চাকরিপ্রার্থীদের। শুরু হয় ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী। বলপ্রয়োগ করে গাড়িতে তোলা হয় তাঁদের। সবমিলিয়ে রণক্ষেত্র চেহারা নেয় কলকাতা।

আরও পড়ুনঃ এখনই বাতিল হচ্ছে না অযোগ্যদের চাকরি

পেরিয়ে গিয়েছে দীর্ঘ নয় বছর । অথচ আপার প্রাইমারির নিয়োগ আটকে রাজ্যে। এদিকে চাকরির অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ প্রার্থীরা। এর আগে মার্চের ২২ তারিখ নাগাদ সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তখনও রণক্ষেত্র আকার নেয় সল্টলেক চত্বর। এদিকে নিয়োগের দাবি তুললেই যেভাবে বলপূর্বক থামানো হচ্ছে প্রার্থীদের তাতে আরও ক্ষুব্ধ তাঁরা। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীদিনে আরও বড়ো বিক্ষোভ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তপ্ত তিলোত্তমায় পুলিশ - চাকরিপ্রার্থী সংঘর্ষে রণক্ষেত্র করুণাময়ী

Related Articles