রাজ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগে জটিলতা চলছিল দীর্ঘদিন। নিয়োগের দাবিতে আন্দোলন, বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি এসএসসির তরফে জানানো হয়, প্রায় ১২ হাজার শূন্যপদের নিয়োগে প্রস্তুত রয়েছে কমিশন। সেই মতো শীঘ্রই জমা পড়তে চলেছে মেধাতালিকা। সোমবার স্কুল সার্ভিস কমিশন একটি হলফনামা পেশ করে আদালতে। সেই হলফনামা থেকেই এবার উচ্চ প্রাথমিকের উত্তরপত্র বিকৃতির ইঙ্গিত মিললো।
এর আগে কমিশন জানিয়েছিল, উচ্চ প্রাথমিকের উত্তরপত্রগুলি খতিয়ে দেখে মেধাতালিকা প্রস্তুত করা হচ্ছে। সম্প্রতি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মেধাতালিকার বিষয়ে একটি হলফনামা পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সংশ্লিষ্ট হলফনামায় জানানো হয়েছে, প্রায় ১৪৬৩ জনের উত্তরপত্রে গড়মিল ধরা পড়েছে। এর মধ্যে ৫৫৯ জনের উত্তরপত্রের নম্বর ও এসএসসির নম্বর আলাদা। এছাড়া ৯০২ জন প্রার্থীর নম্বর গড়মিলের সাথে নষ্ট করা হয়েছে উত্তরপত্র।
চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
এদিন এসএসসি হলফনামায় জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউর ডাক পেয়েছিলেন ১৭,০২৪ জন প্রার্থী। যার মধ্যে উপস্থিত ছিলেন ১৪,০৫২ জন। উত্তরপত্রে গড়মিল হওয়া প্রার্থীদের বাদ দেওয়ার পর মেধাতালিকায় স্থান পেয়েছেন ১২,৫৮৯ জন প্রার্থী। প্রসঙ্গত, এর আগে প্রাথমিকও মাধ্যমিক স্তরের উত্তরপত্র বিকৃতি নিয়ে কার্যত তোলপাড় হয়েছে রাজ্য। চাকরি বাতিল হয় বহু অবৈধ প্রার্থীর। আর এবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও বাদ গেল না দুর্নীতি।