চলতি বছরের ইউপিএসসি প্রিলিমিনারি (UPSC Prelims 2023) পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৮ মে, ২০২৩ তারিখে। পরীক্ষা দেওয়ার পর অনেক পরীক্ষার্থীর চোখে মুখে হতাশার ছাপ ফুটে উঠছে। তাঁরা জানাচ্ছেন মারাত্মক কঠিন হয়েছে এবারের প্রশ্নপত্র। প্রশ্নের ধাঁচেও এসেছে আমূল পরিবর্তন।
এমনই একজন পরীক্ষার্থী হলেন সৈকত কর্মকার। যিনি গতবারেও ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি জানিয়েছেন, সিলেবাসের যে জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসে এবার সেটা পরিবর্তন করা হয়েছে। অপশনের প্যাটার্ন বদলে গিয়েছে পুরোপুরি। প্রশ্নপত্রের ধাঁচে বড়সড়ো পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নে যেসব উত্তরের বিকল্প দেওয়া থাকতো সেটা ‘এলিমিনেট’ করে চূড়ান্ত উত্তর বের করা হত। কিন্তু এবার সেরকম কোনোও সুযোগ নেই। প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানলে তবেই দেওয়া যাবে সঠিক উত্তর। অর্থাৎ এক কথায় নিশ্চিতভাবে বলা যায় এবার প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে। এরকম প্রশ্ন যে আসতে পারে তার ইঙ্গিত মিলেছিল গত বছরেই। বিগত বছরে ১০০ টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন এমন এসেছিল যেখানে এলিমিনেশনের কোন বিকল্প ছিল না। এবারের পরীক্ষাতে প্রায় ৬০ শতাংশ প্রশ্নে এই ধরনের অপশন ছিল।
আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে ‘ইউনিক আইডি কার্ড’ আনতে চলেছে কেন্দ্র
বাইজুসের শিক্ষক ও ভাইস-প্রেসিডেন্ট সারমাদ মেহরাজের কথায়, সার্বিকভাবে বিগত বছরের তুলনায় এবারের জিএস১ পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছে। তাই মনে করা হচ্ছে এবারের কাট-অফ মার্কস কিছুটা কমে যেতে পারে। গত বছরের কাট-অফ মার্কস ছিল ৮৮.২২। চলতি বছরে কাট-অফ মার্কস হতে পারে ৮২ থেকে ৮৫ এর মধ্যে। এবার ‘পলিটি’ থেকে আসা প্রশ্নগুলি ছিল মাঝারি মানের। তথ্য নির্ভর প্রশ্নগুলি কঠিন বলে মনে হয়েছে পরীক্ষার্থীদের। গতবারের তুলনায় এবারে সোজা হয়েছে ইতিহাসের প্রশ্ন। পরিবেশ বিষয়ক প্রশ্নগুলি মাঝারি এবং কঠিন পর্যায়ের ছিল। বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলি ছিল মাঝারি মানের। যার মধ্যে কিছু প্রশ্ন এসেছিল অপরিচিত জায়গা থেকে। ভূগোল বিষয়ক প্রশ্নগুলি তেমন কঠিন ছিল না।