অন্যান্য খবর

UPSC Success Story: মোটা মাইনের চাকরি ছেড়ে UPSC প্রস্তুতি! চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন আদিত্য পান্ডে

Advertisement

দেশের শ্রেষ্ঠ অথচ সর্বকঠিন পরীক্ষা হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষা। প্রতিবছর লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে কয়েক হাজার পরীক্ষার্থী নিজেদের স্বপ্নপূরণ করতে পারেন। আর যাঁরা পারেন তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অধ্যাবসায় সাক্ষী থাকে গোটা জার্নির। আজকের এই প্রতিবেদনে এমন একজন কৃতী ছাত্রের কথা বলবো যিনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দুবার ভাবেননি। তাঁর ফলস্বরূপ আজ তিনি ভারতের আইএএস অফিসার হিসেবে নির্বাচিত।

বিহারের পাটনার বিষ্ণুপুর পারি গ্রামের ছেলে আদিত্য। একসময় পড়াশোনায় আগ্রহ থাকা আদিত্য অষ্টম ও নবম শ্রেণীতে স্কুল টপার ছিলেন। তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন পাটনার কেন্দ্রীয় বিদ্যালয় কঙ্করবাগ থেকে। এরপর এলপিউ, পাঞ্জাব থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিগ্রি লাভ করেন তিনি। তবে এবার এমবিএ পড়তে শুরু করেন আদিত্য। ২০১৮ সালে আইআইটি রুড়কি থেকে ডিগ্রি নিয়ে পাশ করেন। ডিগ্রি লাভের পর একটি বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেন আদিত্য।

আরও পড়ুনঃ আইপিএস থেকে আইএএস দিব্যা তানওয়ারের সাফল্যের রহস্য জানুন

মোটা বেতনে আইসিআইসিআই ব্যাংকে কর্মরত আদিত্য স্থির করেন ইউপিএসসির প্রস্তুতি নেবেন। যেমন ভাবা তেমন কাজ। ব্যাঙ্কের চাকরি ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ আরম্ভ করেন। ২০১৯ সাল থেকে কঠোর পরিশ্রম করেন আদিত্য। তবে যাত্রাপথ মোটেই সহজ ছিলনা। প্রথমবার পরীক্ষায় বসে মাত্র ২.৫ নম্বরের জন্য পাশ করতে পারেননি। কিন্তু হাল ছাড়ার পাত্র নন আদিত্য পান্ডে। চলে পরিশ্রম ও লাগাতার চেষ্টা। তৃতীয়বারের চেষ্টার পর অবশেষে ধরা দেয় সাফল্য ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৪৮ র্যাঙ্ক করে উত্তীর্ণ হন তিনি। নিযুক্ত হন ভারতের আইএএস (IAS) অফিসার পদে। আদিত্য প্রমাণ করলেন ইচ্ছে থাকলেই উপায় হয়। মানুষ যদি চায় তবে তাঁর পরিশ্রম দিয়ে যে কোনও চ্যালেঞ্জে জয়ী হতে পারে।

আরও পড়ুনঃ ব্যর্থতাকে হারিয়ে ইউপিএসসি জয় করলেন তনু জৈন

UPSC

Related Articles