দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি (UPSC) -এর কৃতীদের সফলতা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। মেধাবি ছাত্রীদের স্বপ্নজয়ের কাহিনী যেমন মুগ্ধ করে জনগণকে তেমনই অনুপ্রেরণা জোগায় আগামী দিনের পড়ুয়াদের। তেমনই এক অনুপ্রেরণা জোগানো কাহিনী আইএএস (IAS) অফিসার দিব্যা তানওয়ারের। আর্থিক অনটন, প্রতিবন্ধকতা টপকে ইউপিএসসিতে লাগাতার সাফল্যের নজির গড়েছেন তিনি। মাত্র ২১ বছর বয়সে আইপিএস (IPS) নির্বাচিত হওয়ার পরের বছরই আইএএস (IAS) নির্বাচিত হন দিব্যা। তাঁর সফলতার খবর বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে।
মহেন্দ্রগড়ের বাসিন্দা দিব্যা তানওয়ার। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী ছিলেন তিনি। নিজ শহরের সরকারি স্কুলে প্রাথমিকের পড়াশোনা করেন।। এরপর তিনি ভর্তি হন মহেন্দ্রগড়ের নবোদয় বিদ্যালয়ে। স্নাতক স্তরে বিজ্ঞান নিয়ে পড়েছিলেন দিব্যা। বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় বরাবর আর্থিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন দিব্যা। কিন্তু তা সত্ত্বেও হার মানেননি। নিজ লক্ষ্যে স্থির থেকেছেন। ইউপিএসসির প্রস্তুতির সময় নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশোনা করতেন দিব্যা। বানিয়ে নেন নির্দিষ্ট রুটিন। কোচিং ছিলনা, তাই নিজেই পড়াশোনা করেছেন। পূর্ববর্তী বছরের প্রশ্নগুলি প্র্যাকটিস করতেন।
আরও পড়ুনঃ মাত্র দুমাস প্রস্তুতি নিয়ে ইউপিএসসি পাশ তনু জৈন
সঠিকভাবে প্রস্তুত হয়ে ২০২১ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। প্রথমবারের চেষ্টাতেই ৪৩৮ র্যাঙ্ক করে সাফল্য অর্জন করেন। তখন দিব্যা বয়স ২১ বছর। সেবার আইপিএস (IPS) নির্বাচিত হন তিনি। কিন্তু এতেও থেমে না থেকে ২০২২ সালে ফের সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন দিব্যা তানওয়ার। সে বছর ১০৫ র্যাঙ্ক করে আইএএস (IAS) অফিসার নির্বাচিত হন তিনি। এই গোটা সময়টায় তিনি পাশে পেয়েছিলেন তাঁর মাকে। অভাবের মাঝেও যিনি দিব্যার পড়াশোনায় কোনোও গাফিলতি হতে দেননি। তাই সাফল্যের সার্টিফিকেটটি তাঁর মাকে দিতে চান অফিসার দিব্যা তানওয়ার।