চাকরির খবর

উৎকর্ষ বাংলার মাধ্যমে চাকরির সুযোগ, ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী!

Advertisement

এবার কর্মক্ষেত্র নিয়ে বড় সড় সিদ্ধান্ত ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্যের উৎকর্ষ বাংলার মাধ্যমে চাকরির জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান নিশ্চিত করতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে স্বল্পমেয়াদী প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের জন্য একটি বিশেষ উদ্যোগ শুরু করেছে। প্রাইভেট কোম্পানি গুলিকে এই উদ্যোগের অংশ করা হবে। বিধানসভায় এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন মন্ত্রী হুমায়ুন কবির। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির আরও জানান, সিস্টেমের মাধ্যমে ইতিমধ্যেই ৬৮,০০০ যুবক-যুবতীকে কর্মসংস্থান দেওয়া হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে।

তিনি আরও জানান, আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় কারিগরি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রশিক্ষণও দেওয়া হবে। এমনকি মোট ২০৬ টি কারিগরি বিষয় উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। কোম্পানিগুলি তাদের নিজস্ব প্রশিক্ষণ প্রদান করবেই, সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। হূমায়ুন কবির বলেন, ‘প্রশিক্ষণের খরচ, তখনই দেওয়া হবে যখন কর্মসংস্থান হবে।’ তিনি বলেন, আগামী দিনে দেউচা পাচামির মতো কয়লা উত্তোলনের স্থান বা তাজপুর বন্দরের কাজে বহু প্রশিক্ষিত যুবক-যুবতী প্রয়োজন হবে। তখন এই প্রশিক্ষণ প্রাপ্তদের সুবিধা হবে। তিনি বলেন, ‘সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের জন্য প্লেসমেন্ট সেলও খোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নিয়োগকারী কোম্পানি গুলির কাজের প্রয়োজনীয়তা অনুসারে আইটিআই কোর্সের সিলেবাস পরিবর্তনে আগ্রহী রাজ্য সরকার।

আরও পড়ুনঃ
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে নিয়োগ চলছে
খাদ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

সবমিলিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের সামনে নতুন কর্মসংস্থানের দরজা খুলে যেতে চলেছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যেকোনো নতুন নিয়োগের খবর ExamBangla.com ওয়েবসাইটে সর্বপ্রথম প্রকাশিত হবে। প্রতিদিন রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির খবর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।

Join Telegram Channel: Click Here

Related Articles