উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। নিয়োগ করা হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- DAESI (Diploma in Agricultural Extension Service for Input Dealers)
শূন্যপদ- ২ টি।
বেতন- প্রতি মাসে ১৭,০০০ টাকা।
চাকরির খবর: আগস্ট মাসের সমস্ত চাকরির খবর
শিক্ষাগত যোগ্যতা- Agriculture/ Horticulture/ Forestry বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। SAU অথবা KVK -এর ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। আবেদনকারীর বায়ো- ডাটা স্ক্যান করে এবং সেল্ফ অ্যাটেস্টেড করা একটি পাসপোর্ট সাইজ বর্তমান ফটো ইন্টারভিউয়ের ৭ দিন আগে নিচের ইমেইল আইডিতে পাঠাতে হবে deeubkvrect@gmail.com এই ইমেল আইডিতে। বায়ো-ডাটা তে যেসব বিষয়গুলি উল্লেখ করতে হবে সেগুলি হলো: আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ফোন নাম্বার এবং বৈধ ইমেইল আইডি, কাজের অভিজ্ঞতা, প্রার্থীর সই।
নিয়োগ পদ্ধতি- কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়- ২০/০৮/২০২১, সকাল ১১.৩০ মিনিটে।
Official Notice: Download Now
Official Website: Click Here