বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উল্লেখ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য পেশ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – SS/61/2023-24
পদের নাম – Weaving
মোট শূন্যপদ – ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত Five years Diploma in Weaving, BFA অথবা সমতুল্য ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। Computer Applications সমন্ধে চাকরিপ্রার্থীদের সাম্যক ধারণা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ১২,০০০ টাকা।
চাকরির খবরঃ রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের একটি সাম্প্রতিক বায়োডাটা সহ যোগ্যতার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্ত্বপূর্ণ কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Siksha-Satra Office, Visva-Bharati, Sriniketan
আবেদনের শেষ তারিখ – ২২ জুন, ২০২৩।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here







