তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে রাজ্যে। তাপমাত্রার পারদ ছুঁয়ে যাচ্ছে ৪২, ৪৩ ডিগ্রিতে। এহেন বাতাবরণে সাত দিনের ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এগিয়ে আনা হয়েছে গরমের ছুটিও। আর এবার গরমের কারণে ক্লাসের সময়সীমা পরিবর্তন করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নির্দেশিকা জারি করে পড়ুয়াদের বিস্তারিত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্বভারতীর তরফে সমস্ত বিভাগ, ভবনের পঠনপাঠন সকালে করে দেওয়া হয়েছে। সকাল ৬:৩০ থেকে শুরু হচ্ছে ক্লাস। যা শেষ হয়ে যাচ্ছে ১১টার মধ্যে। গত ১৮ই এপ্রিল থেকে এভাবেই ক্লাস নিচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া কিন্ডারগার্ডেন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১শে এপ্রিল পর্যন্ত বজায় রাখা হচ্ছে ছুুুুটি।
আরও পড়ুনঃ ইউক্রেন ফেরৎ ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর
প্রসঙ্গত, মরুভূমির তাপমাত্রার সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে পশ্চিমবঙ্গ। গরমের ফলে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই কারণে ছুটি এগিয়ে এসেছে রাজ্যে। তবে এই ছুটির ফলে পড়ুয়াদের পঠনপাঠনে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য স্কুল, কলেজগুলিতে অনলাইনে ক্লাস করাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফে খবর, অস্বস্তি কাটবে না বুধ, বৃহস্পতিতেও। তবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।