সম্পূর্ণভাবে ইন্টারভিউ এর মাধ্যমে গবেষণার সুযোগ করে দিচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পের বেশ কয়েকটি শূন্য পদে অভিজ্ঞ সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা EVS বিভাগের অন্তর্গত গবেষণার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিনিয়র রিসার্চ ফেলো (SRF) নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে মাসিক কত বেতন দেওয়া হবে? কারা আবেদন জানাতে পারবেন? ইন্টারভিউ কবে নেওয়া হবে? ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
আবেদনের যোগ্যতা
১) উল্লেখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান/ জীবন বিজ্ঞান বিষয়ে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বরের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে থাকতে হবে।
২) ইচ্ছুক প্রার্থীর বায়ো এনার্জি প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ইচ্ছুক প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
৪) কোন প্রতিষ্ঠান থেকে জুনিয়র রিসার্চ পেল হিসাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
চাকরির খবরঃ রাজ্যের NBCFDM দপ্তরে 9 হাজার গ্রুপ- সি কর্মী নিয়োগ
প্রতি মাসের ফেলোশিপের পরিমাণ
যেকোনো গবেষণার সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যেক মাসে ফেলোশিপ হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলোশিপ প্রকল্পে যে সমস্ত প্রার্থীরা যোগ্য হিসাবে নিযুক্ত হবেন, তারা প্রতিমাসে ৩৩,০০০/- টাকার ফেলোশিপ পাবেন।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। এর জন্য ইন্টারভিউ এর দিন যথাযথ স্থানে প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে উপস্থিত থাকতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’ বিকল্পটি বেছে নিয়ে উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে যাচাই করে নিতে পারেন।
চাকরির খবরঃ কলকাতা পোর্টে ৩৫ হাজার টাকা বেতনের নিয়োগ
ইন্টারভিউ এর স্থান এবং তারিখ
ইচ্ছুক প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে ১৩ মার্চ, বেলা ১টা থেকে শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের অফিসে ইন্টারভিউটি আয়োজন করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের ওই দিন যথাযথ সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে। এই বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.