ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায় প্রায়শই। এইসব প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সেইসঙ্গে, প্রশক্ষন চলা কালীন স্টাইপেন্ড ও পেয়ে থাকেন প্রাথীরা। সম্প্রতি ভাইজাগ স্টীল প্ল্যান্টের পক্ষ থেকে এরকমই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো প্রান্তের প্রার্থী অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার শিক্ষানবিশরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.-
পদের নাম- Apprenticeship Trainees (GAT) and Technician Apprenticeship Trainees (TAT)
মোট শূন্যপদ- ২৫০ টি।
যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে- B.E/ B.TECH এবং Diploma বিভাগের Mechanical, Electrical/Electrical & Electronics, Electronics & Communication, Computer Science/ IT, Metallurgy, Instrumentation, Civil, Chemical, Environmental Engg. Ceramics ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভারত পেট্রোলিয়ামে প্রশিক্ষণের সুযোগ
শিক্ষাগত যোগ্যতা- ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের মধ্যে Engineering/ Diploma ডিগ্রী সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই MHRD NATS Portal -এ রেজিস্টার থাকতে হবে।
প্রশিক্ষণের সময়সীমা- উক্ত দুইটি ট্রেডের ক্ষেত্রেই ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টাইপেন্ড- Engineering Graduates (GAT) অ্যাপ্রেন্টিসদের মাসিক ৯,০০০/- টাকা এবং Diploma Engineering (TAT) অ্যাপ্রেন্টিসদের মাসিক ৮,০০০/- টাকা স্টাইপেন্ড দেয়া হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ভাইজাগ স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। MHRD NATS ওয়েব পোর্টালে (www.mhrdnats.gov.in) প্রার্থীদের নাম নথিভুক্ত করার পরে শুধুমাত্র প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে Google ফর্মটি পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই, ২০২৩।
আরও পড়ুনঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Apply Now