ভূমি দপ্তরের কাজ করতে যারা আগ্রহী তাদের জন্য সুখবর। মালদা জেলা ভূমি দপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে জানা যাচ্ছে, মালদা জেলা ভূমি দপ্তর খুব শীঘ্রই গ্রুপ সি পদে আমিন নিয়োগ করতে চলেছে ও এই পদে নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা হবে না। পরীক্ষাটির বিষয়ে যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- আমিন (গ্রুপ সি)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়স সীমা- ৬৪ বছরের মধ্যে।
বেতন- মাসিক ১০ হাজার টাকা।
পরীক্ষা পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউটি হবে ২৩/১২/২০২৪ তারিখ ১১’টার সময়।
চাকরির খবরঃ জেলার সরকারি হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ
ইন্টারভিউ স্থান- মালদার এ ডি এম অফিসে ইন্টারভিউটি হবে।
আবেদন পদ্ধতি- www.malda.gov.in ওয়েবসাইটে আবেদনের ফর্মটি পেয়ে যাবেন ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের আগে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেল্ফ এটেস্টেড করে জমা দিতে হবে, এছাড়া ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপিও সঙ্গে রাখতে হবে। পি পি ও কপি, বয়সের প্রমাণস্বরূপ কাগজ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, লাস্ট রিলিজ অর্ডার ও এক কপি কালার পাসপোর্ট ছবি লাগবে।
চাকরির খবরঃ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে গ্রুপ-সি কর্মী নিয়োগ
Official Notification: Download Now