অন্যান্য খবর

WB Teacher Recruitment: শীঘ্রই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। শীঘ্রই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। আসছে বছর লোকসভা নির্বাচন। আর চব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চায় রাজ্য। সম্প্রতি স্বাস্থ্য দফতর, পুলিশ বিভাগ ও অন্যান্য সরকারি দফতরের নিয়োগ সম্পর্কিত ঘোষণা হয়েছে। হাজার হাজার শূন্যপদে চাকরি দিতে চলেছে সরকার। এরইমধ্যে ফের বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করে চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহলের অধিবাসীদের জন্য এবার একাধিক কর্মসূচি আনছে রাজ্য। বর্তমানে সাঁওতালি ভাষার স্কুলগুলিতে পড়াশোনা করেন প্রচুর ছাত্রছাত্রী। সূত্রের খবর, এবার বিএড কলেজেও সাঁওতালি ভাষা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সম্প্রতি নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোট ৮৪৪ টি শূন্যপদে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য। ফলে সাঁওতালি ভাষার যে সকল প্রার্থীরা এতদিন সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাঁদের স্বপ্ন সফল হতে চলেছে এবার।

আরও পড়ুনঃ রাজ্যে মাধ্যমিক পাশে জেল পুলিশ নিয়োগ শুরু হলো 

শুধু তাই নয়, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে চালু করা হবে সাঁওতালি ভাষার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল। বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালুর পরিকল্পনাও করেছে রাজ্য। সাঁওতালি ভাষার প্রসারে স্কুল শিক্ষা দফতরের অধীনে সাব-রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নামে একটি শিখা খোলা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, উল্লিখিত ৮৪৪টি শূন্যপদে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

join Telegram

Related Articles