চাকরির খবর

রাজ্যের দুগ্দ্ধ উৎপাদন সমিতিতে কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Advertisement

রাজ্যের কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- একাউন্টেন্ট (Accountant)
শূন্যপদ- মোট ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- B.Com সঙ্গে একাউন্টান্সি, কম্পিউটারে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১৬,০০০ টাকা।

পদের নাম- ডেয়ারি টেকনোলজিস্ট।
শূন্যপদ- মোট ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট টেস্টিং, ম্যানুফ্যাকচারিং এর কাজ জানতে হবে সঙ্গে কম্পিউটার ইন্টারনেটে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা।

চাকরির খবরঃ WBMSC -র মাধ্যমে গ্রূপ-সি স্থায়ী পদে নিয়োগ

পদের নাম- অপারেটর।
শূন্যপদ- মোট ১ টি।
বয়স- প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এ ITI পাশ সঙ্গে দু বছরের কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৮০০০ টাকা।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা পূরণ করা আবেদন পত্র নির্দিষ্ট ইমেইল একাউন্টে পাঠাতে পারবেন। ইমেইল আইডি হলো, bardhamanmilk@yahoo.com
এছাড়াও প্রার্থীকে তার সমস্ত প্রয়োজনীয় নথি ইন্টারভিউয়ের দিন অন্ততপক্ষে দেড় ঘণ্টা আগে ইন্টারভিউয়ের স্থানে জমা দিতে হবে।
ইন্টারভিউ এর তারিখ ও সময়- ২৯ শে মার্চ, সকাল ১১.৪৫ এর সময়।
ইন্টারভিউ এর স্থান- Minority hall of Minority Bhavan, Court Compound, Burdwan
নির্বাচন পদ্ধতি- সমস্ত শিক্ষাগত যোগ্যতার নম্বর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

Official Notice: Download Now
Join Telegram Channel: Click Here
Daily Job Update: Click Here

Related Articles