ইউজিসি নির্দেশিকা মেনে রাজ্যে চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম। সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে। এই নতুন সিস্টেমে স্নাতক স্তরের পড়াশোনায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। বদল হতে চলেছে সিলেবাসও। জানা যাচ্ছে, এবার থেকে কলেজে নতুন সিলেবাসে পড়াশোনা করবেন পড়ুয়ারা।
চলতি বছর থেকে কলেজের পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে সে বিষয়ে মনোনিবেশ করছে বিশ্ববিদ্যালয়গুলি। সূত্রের খবর, গত শুক্রবার পাঠ্যক্রম সম্পর্কে প্রেসিডেন্সি কলেজে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠ্যক্রমের কাঠামো শীঘ্রই কার্যকর হবে।
চাকরির খবরঃ রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ
আসন্ন শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে এই ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট সিস্টেম। এবছর থেকে একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। আর এবার নয়া পদ্ধতিতে সিলেবাস পরিবর্তন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পথে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আলোচনা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। এছাড়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নতুন সিলেবাস চালুর বিষয়ে প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।