D.EI.ED কোর্সে আবেদন শুরু, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে এই কোর্সে। আপনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে চান তাহলে এই কোর্স আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই কোর্স পাশ না করলে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া তো দূরের কথা। রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষা নয় পাশাপাশি কেন্দ্র সরকারের CTET পরীক্ষায়ও বসতে পারবেন না। তাই আর দেরী কিসের উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে ভর্তি হয়ে যান এই কোর্সে। WB D.EI.ED Course Online Apply.
এই কোর্সের সময়সীমা দু’বছর। আপনি যদি উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং SC/ST/OBC শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নাম্বার থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে গ্রুপ- ডি কর্মী নিয়োগ
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। দু’বছরের D.EI.ED কোর্সে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.wbbprimaryeducation.org) গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদন করা যাবে ৬ ই জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।
Apply Now: Click Here