আপনি কি দশম শ্রেণী পাশে সরকারী চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। নতুন নোটিফিকেশন বের হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে। ভারতীয় ডাক সেবায় গ্রামীণ ডাক সেবক (GDS) পদে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
WB GDS Recruitment 2022
পদের নাম- গ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ- 1962 টি (UR- 838 টি, EWS- 146 টি, SC- 418 টি, ST- 97 টি, OBC- 412 টি)
বয়স- গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী ST, SC, OBC এবং PWD শ্রেণীভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। স্থানীয় ভাষা (বাংলা) জানা জরুরি। পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।
বেতন কাঠামো- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন 12,000/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ঞ্চ পোস্ট মাস্টার (ABPM) পদের ক্ষেত্রে মাসিক বেতন 10,000/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিংক নীচে দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ জেলা আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
আবেদন ফি- UR/ OBC শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ 100 টাকা জমা দিতে হবে। মহিলা প্রার্থী, ST, SC, PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদন শুরু- 02/05/2022
শেষ তারিখ- 05/06/2022
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here