অন্যান্য খবর

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াল রাজ্য সরকার! এই মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা

Advertisement

রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর অর্থাৎ গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। চুক্তিভিত্তিক এই সমস্ত কর্মীদের বেতন বার্ষিক ৫০০ থেকে ১০০০ টাকা বাড়ানো হয়েছে। এই পদে যোগদানের সময় প্রার্থীদের ১৫০০০ টাকা বেতন দেওয়া হয়।

রাজ্য সরকারের বেতন কমিশনের নিয়ম অনুযায়ী এই পদগুলির বেতন পাঁচ বছর অন্তর বৃদ্ধি পেয়ে কুড়ি বছর পর সর্বোচ্চ বেতন দাঁড়াত ৩৭ হাজার টাকা। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে নিয়োগের সময় তারা ১৭ হাজার টাকা বেতন পেতেন। প্রতি পাঁচ বছর অন্তর এই বেতন বৃদ্ধি হওয়ার ফলে তাদের বেতন দাঁড়াতো ৩৯ হাজার টাকা। উল্লেখ্য এবারে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি সহায়কদেরও সাম্মানিক বাড়ানো হয়েছে। উক্ত কর্মীদের তিনটি ক্ষেত্রেই ৯০০ থেকে ১৩০০, ৮০০ থেকে ১০০০ এবং ৬০০ থেকে ৮০০ টাকা বেতন বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রত্যেক স্কুলে বিশেষ নোটিশ পাঠাল রাজ্য সরকার

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন

উল্লেখ্য একই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের সঙ্গে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই মর্মেও নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ওপর মোট ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। স্বভাবতই বেতন বৃদ্ধির পর খুশি রাজ্যের চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা। তবে স্থায়ী কর্মীদের মহার্ঘভাতা নিয়ে এখনো নিজেদের অবস্থানে অনর আছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা।

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন

Related Articles