নিয়োগ দুর্নীতির জটিলতায় বিদ্ধ পশ্চিমবঙ্গ। তবে এই পরিস্থিতিতেই এবার নিয়োগের ঘোষণা হলো রাজ্যে। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রাথমিকের শূন্যপদে নিয়োগের ঘোষণা করেছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ।
ঘোষণা অনুসারে জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় ২ হাজার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োগের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ পেয়েছে। যেখানে এই পদে আবেদন জানানোর শর্তগুলি জানানো হয়েছে। বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের পঞ্চাশের বেশি পড়ুয়া সংখ্যার বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। এর সাথে প্রার্থীদের দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষক হিসেবে অন্ততপক্ষে দশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
চাকরির খবরঃ লোকসভায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলার প্রায় ৩,৮৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ এতদিন আটকে ছিল। এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকেরা। তবে এবার শূন্যপদে প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলায় তৎপরতা নেওয়া হচ্ছে। সেইমতো জেলা স্কুল পরিদর্শককে নামের সুপারিশ করা তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।