চাকরির খবর

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত! পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Advertisement

২০২২ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতে পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড।

যেহেতু এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে তাই পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন আজকের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এই ভিডিও কনফারেন্সে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। অফলাইনে পরীক্ষা গ্রহণ করার জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা এই কনফারেন্সে আলোচনা করা হয়।

সেই বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় স্কুল শিক্ষা দপ্তরের তরফে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় দুই বোর্ডের তরফে। যদিও এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য স্বরাষ্ট্র দফতর। এদিনের এই বৈঠকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এর তরফ থেকে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করা হয়, এই প্রেজেন্টেশনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা নতুন নয়। এর আগেও বোর্ডের পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
তবে এবারে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। শুধু ইন্টারনেট পরিষেবা নয়, সূত্রের খবর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানো হতে পারে।

আরো পড়ুনঃ
মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২

পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায়, তার জন্য আগেভাগেই সতর্ক দুই বোর্ড। তার জেরেই পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে চায় বোর্ড কর্তৃপক্ষ। প্রসঙ্গত এবছরের মাধ্যমিক পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে হবে, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারে।

Related Articles