অন্যান্য খবর

WB Gram Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন কবে থেকে শুরু হবে?

Advertisement

রাজ্যের বুনিয়াদী প্রশাসনিক স্তরে ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত ক্লার্ক, একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তিনটি স্তরে মোট ১৯ প্রকার শূন্যপদ আছে। চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ সহ অন্যান্য উচ্চতর যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদগুলিতে আবেদন জানাতে পারবেন।

বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শূন্যপদের ভিত্তিতে অনলাইন আবেদন কবে থেকে করা যাবে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, লোকসভা ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে। স্বাভাবিকভাবেই দেখা যায় যেকোনো নির্বাচন চলাকালীন এই ধরনের চাকরি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত থাকে। এক্ষেত্রেও একই অনুমান করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একাংশ।

গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরির খবর

পঞ্চায়েত দপ্তরে নিয়োগের পূর্বে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার আয়োজন করবে। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশে এবং কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল সহ সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া আয়োজন করবে। স্বাভাবিকভাবে এটাই অনুমান করা যায় এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার পর পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সেক্ষেত্রে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জেলাভিত্তিকভাবে শূন্য পদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরেই নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

গ্রাম পঞ্চায়েত নিয়োগের আবেদন

Related Articles