পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরের প্রশাসনিক বিভাগ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যে এই নিয়োগের মোট শূন্যপদের একটি বিবরণ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ৬৬৫২টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী জেলাভিত্তিকভাবে এই শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর এবার এই নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলো।
রাজ্য সরকারের তৈরি নতুন ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে এই নিয়োগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। বেশ কিছু শূন্যপদের জন্য পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা Exam Bangla ‘র ওয়েবসাইটে প্রতিটি শূন্য পদের ভিত্তিতে পরীক্ষার সিলেবাসের সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন। বিস্তারিত তথ্যের জন্য রাজ্য সরকারের নতুন ওয়েবসাইট পোর্টালে ভিজিট করবেন।
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত নিয়োগ সিলেবাস ২০২৪
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের নতুন এই ওয়েবসাইটে বর্তমানে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির প্রক্রিয়া চলছে। পরবর্তীকালে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি প্রতিটি জেলায় সংশ্লিষ্ট জেলার শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন। যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন করার লিঙ্কটি এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। ইচ্ছুক চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে রেজিস্ট্রেশন করার নির্দেশগুলি ভালোভাবে পড়ে নেবেন। এরপর নির্দেশ অনুযায়ী অনলাইন ফর্ম ফিলাপ করে নিজেদের রেজিস্টট্রেশন করে নেবেন।
WB Gram Panchayat Recruitment 2024: Register Now