এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 3
1. রবার্ট ক্লাইভের এলাহাবাদ চুক্তি (1765 খ্রীঃ); এরপর কে বাংলার ডেপুটি দেওয়ান নিযুক্ত হন—
[A] রায় দুর্লভ
[B] রাজা সিতাব রায়
[C] সৈয়দগুলাম হসেন
[D] মহম্মদ রেজখান
উত্তর : [D] মহম্মদ রেজাখান
2. বিনোবা ভাবে ছিলেন একক সত্যগ্রহের প্রথম সত্যগ্রাহী দ্বিতীয় সত্যগ্রহী ছিলেন—
[A] ড: রাজেন্দ্র প্রসাদ
[B] পন্ডিত জহরলাল নেহেরু
[C] রাজা গোপালচারী
[D] সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর : [B] পন্ডিত জহরলাল নেহেরু
3. ভারতছাড়ো আন্দোলনকে নিম্নলিখিত কোন রাজনৈতিক সংস্থাগুলি সমর্থন করেনি?
[A] হিন্দুমহাসভা
[B] ভারতীয় কমিউনিষ্ট পার্টি
[C] পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি
[D] উপরের সবগুলি
উত্তর : [D] উপরের সবগুলি
4. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের সম্পূর্ন তদন্ত করার উদ্দেশ্যে নিম্নলিখিত কোন কমিশন নিযুক্ত হয়েছিল?
[A] হান্টার কমিশন
[B] সাইমন কমিশন
[C] ওয়েনবি কমিশন
[D] বাটলার কমিশন
উত্তর : [A] হান্টার কমিশন
5. এদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
[A] স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
[B] এ.ভি. আলেকজান্ডার
[C] র্যাডক্লিফ
[D] পেথিক লরেন্স
উত্তর : [C] র্যাডক্লিফ
6. 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন পাসের সময় ইংল্যান্ডর প্রধানমন্ত্রী ছিলেন—
[A] লয়েড জর্জ
[B] জর্জ হ্যামিলটন
[C] স্যার স্যামুয়েল হোড়
[D] লর্ড স্যালিসবরি
উত্তর : [A] লয়েড জর্জ
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত সিলেবাস ২০২৪
7. মহারাষ্ট্রের বোম্বেতে মহাদেব গোবিন্দরানাডেকে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার জন্য কে প্রভাবিত করেন?
[A] কেশবচন্দ্র সেন
[B] দেবেন্দ্রনাথ ঠাকুর
[C] রাজা রামমোহন রায়
[D] শিবনাথ শাস্ত্রী
উত্তর : [A] কেশবচন্দ্র সেন
8. 1885 সালে কে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেন?
[A] ফিরোজ শাহ মেহতা
[B] পি. আনন্দ চালু
[C] এম ভি রাঘব বেরিয়ার
[D] এস. এন. ব্যানার্জী
উত্তর : [A] ফিরোজ শাহ মেহতা
9. সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ডব্লক কবে প্রতিষ্ঠা করেন?
[A] 1936
[B] 1937
[C] 1938
[D] 1939
উত্তর : [D] 1939
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২
10. গনপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
[A] সর্দার বল্লভভাই প্যাটেল
[B] ড: রাজেন্দ্র প্রসাদ
[C] জে বি কৃপালিনী
[D] জওহরলাল নেহেরু
উত্তর : [B] ড: রাজেন্দ্র প্রসাদ