এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 4
1. চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের রচয়িতা কে?
[A] গিরিশ চন্দ্র ঘোষ
[B] মাইকেল মধুসূদন দত্ত
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] উৎপল দত্ত
উত্তরঃ [C] রবীন্দ্রনাথ ঠাকুর
2. রুমটেক মনেস্ট্রি অবস্থিত—
[A] সিকিমে
[C] জম্মু-কাশ্মীরে
[B] হিমাচল প্রদেশে
[D] তিব্বতে
উত্তরঃ [A] সিকিম
3. কে তাঁর বাবার অভিযানের সময়ে সামরিক শিবিরে জন্মগ্রহণ করেছিলেন?
[A] ভোজ পারমর
[B] ধর্মপাল
[C] অমোঘবর্ষ
[D] দ্বিতীয় নাগাভট্ট
উত্তরঃ [C] অমোঘবর্ষ
4. চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন?
[A] তক্ষশিলা
[B] বিক্রমশিলা
[C] মগধ
[D] নালন্দা
উত্তরঃ [D] নালন্দা
5. ‘বু ওয়াটার পলিসি’-র সঙ্গে সংযুক্ত কে?
[A] ডি আলমিডা
[B] আলবুকার্ক
[C] ডুপ্লেক্স
[D] রবার্ট ক্লাইভ
উত্তরঃ [A] ডি আলমিডা
6. টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট কোন গভর্ণর জেনারেল গড়েছিলেন?
[A] ওয়ারেন হেস্টিংস
[B] লর্ড কর্ণওয়ালিস
[C] লর্ড ওয়েলেসলি
[D] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তরঃ [B] লর্ড কর্ণওয়ালিস
7. কাকে ‘স্বর্গ থেকে আসা’ জেনারেল বলা হতো?
[A] লর্ড কর্ণওয়ালিস
[C] ফ্র্যাঙ্কোইস ডুপ্লেক্স
[B] লর্ড ক্লাইভ
[D] লর্ড হেস্টিংস
উত্তরঃ [B] লর্ড ক্লাইভ
8. 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল?
[A] ইংরেজ ও প্রথম বাজীরাও
[B] ইংরেজ ও দ্বিতীয় বাজীরাও
[C] ইংরেজ ও রঞ্জিত সিং
[D] ইংরেজ ও মারাঠা
উত্তরঃ [B] ইংরেজ ও দ্বিতীয় বাজীরাও
9. ভারতে প্রথম রেললাইন পাতা হয় কার আমলে?
[A] লর্ড কার্জন
[B] লর্ড লিটন
[C] লর্ড ডালহৌসি
[D] লর্ড ওয়েলেসলি
উত্তরঃ [D] লর্ড ওয়েলেসলি
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩
10. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক’ হলেন—
[A] জন মার্শাল
[B] লর্ড শোর
[C] লর্ড অ্যালেনবরো
[D] আলেকজান্ডার কানিংহাম
উত্তরঃ [D] আলেকজান্ডার কানিংহাম