এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 5
1. ভারতীয় সংবিধানে যৌথ তালিকা ধারনাটি কোথা থেকে এসেছে?
[A] আমেরিকা যুক্তরাষ্ট
[B] সুইজারল্যান্ড
[C] অস্ট্রেলিয়া
[D] রাশিয়া
উত্তরঃ [C] অস্ট্রেলিয়া
2. নীচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্গত নয়?
[A] চিন্তা ভাবনার স্বাধীনতা
[B] অর্থনৈতিক স্বাধীনতা
[C] মতপ্রকাশের স্বাধীনতা
[D] ধর্ম ও উপাসনার স্বাধীনতা
উত্তরঃ [B] অর্থনৈতিক স্বাধীনতা
3. নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য?
[A] ধর্মীয় স্বাধীনতা
[B] ব্যক্তিগত স্বাধীনতা
[C] আইনের অধিকার
[D] মতাপ্রকাশের/বক্তব্যের স্বাধীনতা
উত্তরঃ [C] আইনের অধিকার
4. রাইট টু সার্ভিস ধারণাটির উদ্ভব হয়েছিল কোন দেশ থেকে?
[A] আমেরিকা যুক্তরাষ্ট্র
[B] সুইজারল্যান্ড
[C] গ্রেট ব্রিটেন
[D] কানাডা
উত্তরঃ [C] গ্রেট ব্রিটেন
5. কম্পট্রোলার ও অডিটর জেনারেল পদটি নির্দিষ্ট হয়েছে নিচের কোনটি অনুযায়ী?
[A] পার্লামেন্টের আইন প্রয়ণয়ন
[B] সংবিধান অনুযায়ী
[C] ক্যাবিনেন্টের সিদ্ধান্ত অনুযায়ী
[D] কোনটিই নয়
উত্তরঃ [B] সংবিধান অনুযায়ী
6. লোকসভার স্পীকার যে ভোটটি দেন তাকে বলে কি বলে?
[A] কাস্টিং ভোট
[B] সাউন্ড ভোেট
[C] ডাইরেক্ট ভোট
[D] ইনডায়রেক্ট ভোট
উত্তরঃ [A] কাস্টিং ভোট
7. কোরি খাঁড়ির অবস্থান কোথায়?
[A] কচ্ছ উপসাগর
[B] খামবাট উপসাগর
[C] কাচ্ছের লিটল রান
[D] কচ্ছের রান
উত্তরঃ [D] কচ্ছের রান
8. নীচের কোন খালটির উৎস দামোদর নদ?
[A] সিরহিন্দ খাল
[B] ইডেন খাল
[C] বিস্ত দোয়াব খাল
[D] ইস্টার্ন গ্রে খাল
উত্তরঃ [B] ইডেন খাল
9. কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
[A] আন্দামান ও নিকোবর
[B] অরুণাচল প্রদেশ
[C] মেঘালয়
[D] সিকিম
উত্তরঃ [A] আন্দামান ও নিকোবর
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৪
10. ন্যাশানাল ক্যাডেট কর্পস্ গঠিত হয়েছিল কোন সালে?
[A] 1948
[B] 1950
[C] 1901
[D] 1957
উত্তরঃ [A] 1948