এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 6
1. ভেলিকোন্ডা পাহাড় সমষ্টি কোন পর্বতমালার অংশ?
[A] নীলগিরি
[B] পশ্চিমঘাট
[C] পূর্বঘাট
[D] কারডামম
উত্তরঃ [C] পূর্বঘাট
2. আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর কোথায়?
[A] জেনিভা ও মন্ট্রিল
[B] জেনিভা ও ভিয়েনা
[C] নিউ ইয়র্ক ও জেনিভা
[D] দুটিরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসি
উত্তরঃ [D] দুটিরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসি
3. কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ‘গরীবী হঠাও’-এর উল্লেখ রয়েছে?
[A] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[B] ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[C] সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[D] অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
উত্তরঃ [A] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
4. নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের অন্তর্গত নয়?
[A] ধর্মের অধিকার
[B] কাজের অধিকার
[C] মনের ভাব প্রকাশ করার স্বাধীনতা
[D] সমানতার অধিকার
উত্তরঃ [B] কাজের অধিকার
5. রাজ্যসভার সভাপতির অনুপস্থিতিতে কে রাজ্যসভার দায়িত্ব পালন করেন?
[A] কেন্দ্রীয় গৃহ মন্ত্রী
[B] লোকসভার স্পীকার
[C] লোকসভার ডেপুটি স্পীকার
[D] রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
উত্তরঃ [D] রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান
6. ভারত কত সালে ইন্টারন্যাশানাল মনিটারী ফান্ডের সদস্য নিযুক্ত হন?
[A] 1945
[B] 1956
[C] 1960
[D] 1951
উত্তরঃ [A] 1945
7. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির অনুপস্থিতি গণতন্ত্রকে অচল করে তোলে?
[A] স্বরাষ্ট্র মন্ত্রক
[B] প্রধানমন্ত্রী
[C] রাজনৈতিক দল
[D] পঞ্চায়েত
উত্তরঃ [C] রাজনৈতিক দল
8. ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট (FERA) কত সালে কার্যকরী হয়?
[A] 1975
[B] 1974
[C] 1973
[D] 1972
উত্তরঃ [C] 1973
9. ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন্ দেশের সংবিধান থেকে সব থেকে বেশী অনুপ্রাণিত হয়েছে?
[A] আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান
[B] সোভিয়েত রাশিয়া
[C] ব্রিটেন
[D] ভারতীয় আইন, 1935
উত্তরঃ [D] ভারতীয় আইন, 1935
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৫
10. ন্যাশনাল কমিশন ফর ব্যকওয়ার্ড ক্লাস কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1963
[B] 1973
[C] 1983
[D] 1993
উত্তরঃ [D] 1993