এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 7
1. সাতবাহন বংশটির উৎপত্তি কোথায়?
[A] আরাবল্লীর দক্ষিণে
[B] বিন্ধের দক্ষিণে
[C] সাতপুরার দক্ষিণে
[D] সাতমোলার দক্ষিণে
উত্তরঃ [B] বিন্ধের দক্ষিণে
2. শৈলেন্দ্র রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন?
[A] জৈন ধর্ম
[B] ব্রাহ্মণ ধর্ম
[C] বৌদ্ধ ধর্ম
[D] শৈব ধর্ম
উত্তরঃ [D] শৈব ধর্ম
3. মান্দাসোর লিপি থেকে কোন গুপ্ত সম্রাটের পরিচয় জানা যায়?
[A] প্রথম চন্দ্রগুপ্ত
[B] সমুদ্রগুপ্ত
[C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
[D] কুমার গুপ্ত
উত্তরঃ [D] কুমার গুপ্ত
4. কোন্ শিখ গুরুর নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক বাহিনী গঠিত হয়?
[A] গুরু তেগবাহাদুর
[B] গুরু হরগোবিন্দ
[C] গুরু গোবিন্দ সিং
[D] গুরু অঙ্গদ
উত্তরঃ [B] গুরু হরগোবিন্দ
5. মিতক্ষরা আইন কে রচনা করেন?
[A] ভাস
[B] বিজ্ঞানেশ্বর
[C] বিলহন
[D] দান্ডিন
উত্তরঃ [B] বিজ্ঞানেশ্বর
6. সি-ইউ-কি কে লিখেছিলেন?
[A] ফা-হিয়েন
[B] ই-সিং
[C] হিউয়েন-সাঙ
[D] মেগাস্থিনিস
উত্তরঃ [C] হিউয়েন-সাঙ
7. তৃতীয় বৌদ্ধ সংগীত কার আমলে অনুষ্ঠিত হয়েছিল?
[A] কালাশোক
[B] অশোক
[C] কনিষ্ক
[D] মহাকশ্যপ
উত্তরঃ [B] অশোক
8. পবনদূত গ্রন্থের লেখক ধোয়ী কার রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] দেবপাল
[B] লক্ষণ সেন
[C] বল্লাল সেন
[D] ধর্মপাল
উত্তরঃ [B] লক্ষণ সেন
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬
9. আদি কংগ্রেস সম্মেলনকে তিন দিনের তামাশা কে বলেন?
[A] অরবিন্দ ঘোষ
[B] তিলক
[C] অশ্বিনীকুমার দত্ত
[D] বিপিনচন্দ্র পাল
উত্তরঃ [C] অশ্বিনীকুমার দত্ত
10. নিম্নের কোন শাসকগোষ্ঠী ভারতবর্ষে প্রথম ছাঁচের মুদ্রার প্রচলন করেন?
[A] মৌর্য
[B] শুঙ্গ
[C] কান্ব
[D] গুপ্ত
উত্তরঃ [B] শুঙ্গ