এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 8
1. ভারতে প্রথম কে প্রকাশ্যে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি উচ্চারণ করেন?
[A] ক্ষুদিরাম বসু
[B] মহাত্মা গান্ধী
[C] ভগৎ সিংহ
[D] সুভাষ চন্দ্র বসু
উত্তরঃ [C] ভগৎ সিংহ
2. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে?
[A] মতিলাল নেহেরু
[B] চিত্তরঞ্জন দাস
[C] লাল হরদয়াল
[D] সোহন সিংভাবনা
উত্তরঃ [B] চিত্তরঞ্জন দাস
3. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন সালে হয়?
[A] 1921
[B] 1930
[C] 1931
[D] 1929
উত্তরঃ [B] 1930
4. কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়?
[A] 1765
[B] 1799
[C] 1802
[D] 1805
উত্তরঃ [C] 1802
5. কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড ক্যানিং
[C] লর্ড রিপন
[D] লর্ড মিন্টো
উত্তরঃ [B] লর্ড ক্যানিং
6. রাইটার্স-অলিন্দ যুদ্ধ কোন্ সালে হয়েছিল?
[A] 1908
[B] 1921
[C] 1930
[D] 1925
উত্তরঃ [C] 1930
7. আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌসুলি কে ছিলেন?
[A] বিপিনচন্দ্র পাল
[B] সি আর দাশ
[C] গোপালকৃষ্ণ গোখলে
[D] তেজ বাহাদুর সপ্ত
উত্তরঃ [A] বিপিনচন্দ্র পাল
8. ভারত ছাড়ো প্রস্তাবটি কোন অধিবেশনে গৃহীত হয়েছিল?
[A] বোম্বে
[B] লাহোর
[C] ওয়ার্ধা
[D] লক্ষ্ণৌ
উত্তরঃ [C] ওয়ার্ধা
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭
9. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়?
[A] 1760
[B] 1790
[C] 1784
[D] 1799
উত্তরঃ [C] 1784
10. কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
[A] হজরত মহম্মত
[B] তাঁতিয়াটোপী
[C] লক্ষ্মীবাঈ
[D] মঙ্গল পান্ডে
উত্তরঃ [B] তাঁতিয়াটোপী