এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 10
1. স্টিল প্রস্তুতির ওপেন হার্থ পদ্ধতিতে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয়?
[A] কোক
[B] প্রোডিউসার গ্যাস
[C] ওয়াটার গ্যাস
[D] কয়লা
উত্তরঃ [B] প্রোডিউসার গ্যাস
2. মেলঘাট বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজে অবস্থিত?
[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] আসাম
[D] তামিলনাড়ু
উত্তরঃ [A] মহারাষ্ট্র
3. বলয় পরীক্ষা কোন্ অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে?
[A] H₂SO₄
[B] HNO3
[C] HBr
[D] HCl
উত্তরঃ [B] HNO3
4. এদের মধ্যে কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়?
[A] B
[B] B₂ 2
[C] B
[D] B 12
উত্তরঃ [D] B 12
5. দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে তারের তারের ব্যাস বৃদ্ধি করা হলে তারের রোধ—
[A] বাড়বে
[B] কমবে
[C] একই থাকবে
[D] প্রথমে কমবে পরে বাড়বে
উত্তরঃ [B] কমবে
6. নীচের কোনটির বিরঞ্জন ক্ষমতা নেই?
[A] F2
[B] Cl₂
[C] Br₂
[D] I₂
উত্তরঃ [D] I₂
7. রক্ত নীচের কোন দ্রবনটির সঙ্গে আইসোটনিক?
[A] গাঢ় Nacl দ্রবণ
[B] অতি লঘু Nacl দ্রবণ
[C] স্যালাইন দ্রবণ
[D] সম্পৃক্ত Nacl দ্রবণ
উত্তরঃ [C] স্যালাইন দ্রবণ
⬇️ শীঘ্রই প্রকাশিত হবে ⬇️
8. শক্তির মাত্রা কি?
[A] ML2T-3
[B] MLT-3
[C] LT-2
[D] ML-3
উত্তরঃ [A] ML2T-3
9. হিমোগ্লোবিনের কার্যকারিতা হল—
[A] শক্তির ব্যবহারিক হিসাবে
[B] জীবাণুনাশক হিসাবে
[C] রক্তাল্পতা দূরীকরণে
[D] অক্সিজেন পরিবহনে
উত্তরঃ [D] অক্সিজেন পরিবহনে
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৯
10. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ প্রথম কে করেন?
[A] অশোক মেহতা
[B] স্বরণ সিং কমিটি
[C] বলবন্ত রায় মেহতা কমিটি
[D] এস রঙ্গরাজন কমিটি
উত্তরঃ [C] বলবন্ত রায় মেহতা কমিটি