এক নজরে
WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayet Practice Set 11
1. বাতাপির চালুক্যদের বর্তমান ভারতের কোন্ রাজ্যে উন্মেষ ঘটেছিল?
[A] মহারাষ্ট্র
[B] তামিলনাড়ু
[C] কর্ণটিক
[D] হরিয়ানা
উত্তরঃ [C] কর্ণটিক
2. কোন রাজার বিষয়ে “নওসসী তাম্র প্রশস্তি পত্র” জড়িত?
[A] হর্ষবর্ধন
[B] বিক্রমাদিত্য
[C] হৃন্দগুপ্ত
[D] এঁদের কেউ-ই নন
উত্তরঃ [A] হর্ষবর্ধন
3. দ্বীপবংশ’ এবং ‘মহাবংশ’ বই দুটির উৎপত্তি কোথায় হয়েছিল?
[A] আফগানিস্তান
[B] শ্রীলঙ্কা
[C] তিব্বত
[D] ভারত
উত্তরঃ [B] শ্রীলঙ্কা
4. বুদ্ধচরিতের রচয়িতা কে?
[A] অশ্বঘোষ
[B] বিহুন
[C] কৌটিল্য
[D] বিষ্ণুগুপ্ত
উত্তরঃ [A] অশ্বঘোষ
5. কোন সুলতানের উৎসাহে রাজতরঙ্গিন মহাভারত ফারসিতে অনুবাদ করা হয়?
[A] জৈন উল আবেদিন
[B] ইলিয়াস শাহ
[C] ইলতুৎমিশ
[D] হোসেন শাহ
উত্তরঃ [A] জৈন উল আবেদিন
6. জাবতি প্রথার উদ্যোক্তা হলেন—
[A] আকবর
[B] শেরশাহ
[C] সিকন্দার লোদী
[D] গিয়াসউদ্দীন তুঘলক
উত্তরঃ [A] আকবর
7. দিনেমার বলতে কোন্ দেশের লোকেদের বোঝানো হয়?
[A] নেদারল্যান্ড
[B] পোর্তুগিজ
[C] ডেনমার্ক
[D] হল্যান্ড
উত্তরঃ [C] ডেনমার্ক
8. চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
[A] নিজামুদ্দিন
[B] মইনুদ্দিন
[C] রামানন্দ
[D] বখতিয়ার
উত্তরঃ [B] মইনুদ্দিন
9. ‘ন্যায়ের শৃঙ্খল’ স্থাপন করেন—
[A] শাহজাহান
[B] আকবর
[C] হুমায়ুন
[D] জাহাঙ্গীর
উত্তরঃ [D] জাহাঙ্গীর
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১০
10. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
[A] ধর্মপাল
[B] দেবপাল
[C] মহীপাল
[D] গোপাল
উত্তরঃ [A] ধর্মপাল