পরীক্ষা প্রস্তুতি

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৪

Advertisement

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 14

1. হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে?

[A] বারনৌলির নীতি
[B] পাস্কাল নীতি
[C] আর্কিমিডিস নীতি
[D] পয়সলী নীতি

উত্তরঃ [B] পাস্কাল নীতি

2. নীচের কোনটি এককবিহীন ভৌতরাশি?

[A] কোন
[B] লীনতাপ
[C] আপেক্ষিক তাপ
[D] ঘনত্ব

উত্তরঃ [C] আপেক্ষিক তাপ

WB Gram Panchayet Practice Set 2024

3. হীরার উজ্জ্বলতার কারণ হল—

[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন
[D] বিচ্ছুরণ

উত্তরঃ [C] অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

4. একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজ যুক্ত করা হয়—

[A] লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে
[B] নিউট্রাল তারের সাথে সমান্তরাল সমবায়ে।
[C] নিউট্রাল তারের সাথে শ্রেণী সমবায়ে
[D] লাইভ তারের সাথে সমান্তরাল সমবায়ে

উত্তরঃ [A] লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে

5. অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম—

[A] নাইট্রো বেঞ্জিন
[B] মিথাইল স্যালিসাইলেট
[C] সালফিউরিক অ্যাসিড
[D] সালফিউরাস অ্যাসিড

উত্তরঃ [B] মিথাইল স্যালিসাইলেট

6. ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে বলা হয়—

[A] আইসোটোপ
[B] আইসোবার
[C] আইসোটোন
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] আইসোটোন

7. অ্যান্টিনকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়—

[A] টেট্রাইথাইল লেড
[B] মিথাইল অ্যালকোহল
[C] ক্যালসিয়াম সিলিকেট
[D] উপরের কোনোটি নয়

উত্তরঃ [A] টেট্রাইথাইল লেড

8. উদ্ভিদের কোষ বিভাজন কোন হরমোন সাহায্য করে?

[A] কাইনিন
[B] ডরমিন
[C] জিব্বারেলিন
[D] অক্সিন

উত্তরঃ [A] কাইনিন

9. ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে?

[A] প্যাকিটিন
[B] লেপ্টেটিন
[C] জাইগোটিন
[D] কোনটিই নয়

উত্তরঃ [A] প্যাকিটিন

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩

10. সংবিধানের 86 তম সংশোধন কত সালে হয়েছিল?

[A] 2001
[B] 2002
[C] 2003
[D] 2004

উত্তরঃ [B] 2002

WB Gram Panchayet Practice Set 2024

Related Articles